হোসাইন মোঃ মোবারক
প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাণী
রাজশাহী জেলার অর্ন্তগত বাগমারা থানার ২নং নরদাশ ইউনিয়নের অধীন কোয়ালীপাড়া গ্রামটি একেবারে নিভৃত পল্লীগ্রাম, এই গ্রামে ছিলনা যেমন শিক্ষিত মানুষ, ছিলনা তেমন শিক্ষা প্রতিষ্ঠান। আমার শ্রদ্ধেয় বাবার মুখে শুনেছিলাম, এই গ্রামে একটি ফোরকানিয়া মাদ্রাসা ছিল, কিন্তু তার প্রতিফলন তো দূরের কথা তার ঘর- দরজা ও দেখার সৌভাগ্য আমার হয়নি। এর পর ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয় একটি প্রাথমিক বিদ্যালয়। তাতে কিছুটা প্রাথমিক শিক্ষার প্রসার ঘটলেও মাধ্যমিক শিক্ষার তেমন কোন সুযোগ পাইনি এলাকার জনগন। এর পর প্রায় ৯০ বছরের ঝিমিয়ে থাকা কোয়ালী পাড়া বাসী হঠাৎ করেই যেন সচেতনতা ফিরে পায় । আর সেই ভাবনা থেকেই, জরাজীর্ণ ঘুনে ধরা এই সমাজের হীনমন্যতাকে পদদলিত করে শিক্ষার বিজয় নিশাণ উড়ানোর লক্ষ্যে, মূলত এই কোয়ালী পাড়া উচ্চ বিদ্যালয়ের জন্ম ( ০১/০১/১৯৯৪ ইং )। জন্মদাতা যেমন একজন শিশুকে আদর -যত্ন, স্নেহ-ভালোবাসা দিয়ে বড় করে, তার চাইতে কোন কিছুতেই কমতি ছিলনা আমার এই অব্যাহত প্রচেষ্টায়। নানা ঘাত – প্রতিঘাতের মধ্যেও এলাকাবাসীর সার্বিক সহায়তার মধ্য দিয়ে আজ এই প্রতিষ্ঠানটিকে একটি সফল ও সার্থক রুপে আপনাদের সামনে দাঁড় করাতে সক্ষম হয়েছি। একদিন আমি/আমরা কেউ থাকবোনা এই ধরনীতে, কিন্তু থাকবে আমাদের স্মৃতি বিজড়িত এই বিদ্যাপীঠ। প্রতিদান চাইনি, চাই এর প্রতিরক্ষা, যেন কোন ক্ষতি বা অমর্যাাদা কেউ না করেন । প্রভাতি সূর্য্যরে আলোর মত শিক্ষার আলোয় প্রজ্জলিত হোক সারা দুনিয়া । তা হলেই আমার/আমাদের স্বপ্ন সফল ও স্বার্থক হবে ।
হোসাইন মো: মোবারক
প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়
বাগমারা – রাজশাহী
মোঃ আনিছার রহমান প্রাং
প্রধান শিক্ষকের বাণী
আমি মো: আনিছার রহমান প্রধান শিক্ষকের দায়িত্ত ভার গ্রহন করি ১০/০১/৯৪ ইং সালে । অদ্যবদী পর্যন্ত্য আমার দায়িত্ত ও কর্তব্য পালন করে আসছি। এই প্রতিষ্ঠান টি ০১/০১/৯৪ ইং সালে স্থাপিত। ০১/০১/৯৫ সালে জুনিয়র স্কুল হিসাবে মঞ্জুরী পায় , ০১/০১/৯৭ সালে ৯ম শ্রেণী মঞ্জুরী, ০১/০১/৯৮ ইং সালে ১০ম শ্রেণী মঞ্জুরী পায় এবং এস,এস,সি পরীক্ষা ১৯৯৯ ইং সালে শুরু হয় ,এবং অদ্যবদী পর্যন্ত অত্র প্রতিষ্ঠানের ফলাফল আল্লাহর রহমতে খুবই ভালো। জে, এস,সি পরীক্ষা শুরু হয় ২০১০ সালে, এই পরীক্ষায় আমার বিদ্যালয়ে ১০০% পাশ করে। কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়টি একেবারে প্রত্যন্ত এলাকায় অবস্থিত, যাকে বলে পল্লীর অন্ধকার এলাকা । এখানে শিক্ষার হার ছিল খুবই কম, এলাকার মানুষের জীবন যাত্রার মান ছিল অত্যন্ত নিম্ম, শিক্ষা সভ্যতার কোন আলো ছিলনা । প্রথমে আমরা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ডেকে এনে পড়ানো শুরু করি। এখন আল্লাহর রহমতে অনেকেই শিক্ষার প্রতি আগ্রহী হয়ে উঠছে। এমতাবস্থায় আমরা বাগমারা উপজেলার মধ্যে তিন বার প্রথম স্থান অদিকার করি। ২০১১ সালে এস,এস সি পরীক্ষায় বাগমারা উপজেলার মধ্যে জি,পি,এ- ৫, পেয়ে এক মাত্র আমার বিদ্যালয় থেকে এক জন ছাত্রী বৃত্তি পায়। ২০১৩ সালে এস.এস সি পরীক্ষায় ১০০% পাশ করায় শিক্ষাবোর্ড থেকে ধন্যবাদের পত্র পায়। সফলতা থাকলেও তার মাঝে কিছু হতাশা, ব্যার্থতাও কম ছিল না, ১৯৯৫ সালের ভয়াভহ বন্যা, বিদ্যালয় ভবন ভেঙ্গে পড়ায়, তাল গাছের নিচে ক্লাশ করানো, এ রকম অনেক দুঃখ্য দুর্দশার ভিতর দিয়ে, এলাকার সকল শ্রেনীর জনসাধারনের সহায়তায় আজ আমরা সাফল্যের সৌভাগ্য শিখরে পৌঁছেছি। তর্বমান ক্ষমতাশীন সরকারী দলের মানণীয় এমপি জনাব ইঞ্জিনিয়ার আলহাজ মো: এনামূল হক এর অবদানে ৬২ লক্ষ টাকা ব্যায়ে একটি বিল্ডং এর কাজ চলছে। তার জন্য তাকে প্রতিষ্টানের পক্ষ থেকে আন্তরিক অভিন্দন ও ধন্যবাদ জানায়। এ ছাড়াও যারা আমাদের সার্বক্ষনিক পার্শ্বে ছিলেন – আছেন তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ।
মোঃ আনিছার রহমান প্রাং
প্রধান শিক্ষক
কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়
বাগমারা – রাজশাহী