কৃতি শিক্ষার্থীর বক্তব্য:
আমি মোঃ এমরান হোসেন, পিতাঃ মোঃ হবিবর
রহমান, গ্রামঃ পারিলা, পোঃ হাট গাঙ্গোপাড়া, থানাঃ বাগ মারা, জেলাঃ রাজশাহী, আমি আমার প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে,২০০২ সালে, অত্র কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তী হই। আমার পরম সৌভাগ্য যে এমন একটা ভাল স্কুলে ভর্তী হবার সুযোগ আমার হয়েছিল।এই বিদ্যালয়ে অধ্যয়ন কালে দক্ষ শিক্ষক মন্ডলীর শৃজনশীল পাঠদান, সুশৃংঙ্খল শাসন ব্যাবস্থা আমার শিক্ষা জীবনকে অনেকটাই প্রভাবিত করেছল। দীর্ঘ পাচ বছর পর ২০০৭ সালে এস,এস,সি পরীক্ষায় ( A+) আমার ফলাফলই তা প্রমান করে।
এই কৃতিত্তের পেছনে আমার শিক্ষক গনের অবদআন আসামান্য , নিজের ইচ্ছা শক্তি, শিক্ষকদের অনুপ্রেরনা ও নির্দেশিত পথে নিজেকে এগিয়ে নিতে পারলে আমার মনে হয় অনেকেই আমার মত ভাল কিছু করতে পারবেন।আমার শ্রদ্ধেয় স্যারদের আশির্বাদ সব সময় আমার সাথে ছিল বলেই হয়তো, হাট গাঙ্গো পাড়া ডিগ্রী কলেজ ২০০৯ সালে এইচ,এস,সি ( বিজ্ঞান ) পরীক্ষায় (A+) পেয়ে সাফল্যের সহিত উর্তীন্ন হতে পেরেছি। মুলতঃ জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাঙ্খিত উন্নতি লাভ করাকে আমরা সৌভাগ্য বলে মনে করি, কিন্তু আসলে ঠিক তা নয়। সৌভাগ্য আসে নিজের পরিশ্রমের মাধ্যমে।
এর পর আপনাদের আশীর্বাদ ও নির্দেশিত পরিশ্রমের ফলে আমি ২০১০ সালে রাজশাহী ইউনিভারসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ( রুয়েট ) ভর্তী হবার সুযোগ পাই।এখানে আমি বর্তমানে “ ইলেট্রিক এন্ড টেলিকমেনিকেটিং ইঞ্জিনিয়ারিং, চার বছরের কোর্সের ফাইনাল ইয়ারে শিক্ষানবিস অবস্থায় আছি।আপনাদের দোওয়ায় প্রতিটি সেমিস্টারে প্রথম বিভাগে উর্তীন্ন হবার সৌভাগ্য আমার হয়েছে।
আপনাদের ওয়েব সাইডে আমার মতামত উপস্থাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পরিশেষে আপনাদের সকলের এবং প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।
মোঃ এমরান হোসেন
( রুয়েট )